সর্বশেষ সংবাদ :

না ফেরার দেশে চলে গেলেন সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরী

বদলগাছী প্রতিনিধি: নওগাঁ-৩ আসন মহাদেবপুর-বদলগাছীর সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী (৬৬) হৃদরোগে আক্রান্ত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৩ নভেম্বর বেলা ১২ টায় হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টায় মুত্যুবরণ করে।
সরেজমিনে জানা যায় চাকরাইল গ্রামের ডা. ইসমাইল হোসেন চৌধুরী ছেলে আকরাম হোসেন চৌধুরী। দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে ১৩ সাল পর্যন্ত নওগাঁ-৩ আসন মহাদেবপুর-বদলগাছী আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যর দ্বায়িত্ব পালন করে। ২০১৪ সালে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যানের দ্বায়িত্ব অর্পন করে।
তিনি ২ বার রাজশাহী বরেন্দ্র উন্নয়ন প্রকল্পে দ্বায়িত্ব পালন করছেন। তার মুত্যুর খবর পেয়ে নওগাঁ-৩ আসনের বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম ছুটে যান আকরাম হোসেনের বাসায়। তার মুত্যুত্বে উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় তার নিজ বাসভবন বদলগাছী উপজেলার সদর ইউপির চাকরাইল গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ