সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরবাসীর মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। রোববার সকালে নগরীর লক্ষীপুর মোড়ে তিনি এসব পানি বিতরণ করা হয়।
রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেরাজুল ইসলাম মেরাজের আয়োজনে এসব পানি বিতরণ করা হয়। এসময়, আসাদুজ্জামান এই খরতাপে সবাইকে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু, যুবলীগ নেতা রেজাউল করিম বাবু, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজ রহমান সাগর প্রমুখ। এসময় পথচারিদের মাথে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
এদিকে, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস্ নার্সেস ইউনিয়ন রাজশাহী জেলা শাখার টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সিজন-২ এর শুভ উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। সকালে রাজশাহী মেডিকেল কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, রাজপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল, মঞ্জু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজ রহমান সাগর প্রমুখ। টুর্নামেন্টে ১০ ওভারের প্রতিটি ম্যাচ খেলা হবে। এই টুর্নামেন্টে ১৬ টি টিম নক আউট পদ্ধতিতে খেলা হবে।