সর্বশেষ সংবাদ :

হাত শুকানোর স্প্রে’ ব্যবহার করায় মইনের শাস্তি

স্পোর্টস ডেস্ক: অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচেই শাস্তি পেলেন মইন আলি। আম্পায়ারের অনুমতি ছাড়া ‘হাত শুকানোর স্প্রে’ ব্যবহার করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হলো ইংলিশ অলরাউন্ডারকে। আইসিসির আচরণবিধির ২.২০ ধারা ভাঙার অভিযোগ মইনের বিরুদ্ধে, যা খেলাটির চেতনার পরিপন্থী আচরণের সঙ্গে সম্পর্কিত। এর প্রেক্ষিতে রোববার তার শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
জরিমানার সঙ্গে মইনের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এজবাস্টনে চলমান অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শনিবার এই কাণ্ড ঘটান মইন। অস্ট্রেলিয়ার ইনিংসে ৮৯তম ওভারের সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ডান হাতে কিছু একটা লাগাতে দেখা যায় তাকে। আইসিসির বিবৃতি অনুযায়ী, যা ছিল হাত শুকানোর কোনো স্প্রে। আর সেটা কেবল মইনের হাতের আঙুলেই প্রয়োগ করা হয়েছিল। বলের আকৃতি পরিবর্তন করতে নয়।
পূর্বানুমতি ছাড়া হাতে কিছু ব্যবহার না করার আম্পায়ারদের সিরিজ-পূর্ব নির্দেশনা অমান্য করেছেন মইন, বলা হয়েছে আইসিসির বিবৃতিতে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন মইন। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
অ্যাশেজের আগে টেস্ট দলের নিয়মিত স্পিনার জ্যাক লিচ চোটে পড়ায় মইনের দুয়ারে কড়া নাড়ে ইংল্যান্ড। যার ফলে ২০২১ সালে বিদায় বলে দেওয়া সাদা পোশাকের সংস্করণে আবারও ফেরেন এই স্পিনিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের এক ইনিংসে ৩৩ ওভার বোলিং করেছেন মইন। ১৪৭ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।


প্রকাশিত: জুন ২০, ২০২৩ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ