পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন সচিব খলিল আহমদ

বদলগাছী  প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার (সমপুর বিহার) পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সফর সঙ্গী ছিলেন উপসচিব রাজীব কুমার সরকার।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাহাড়পুরে উপস্থিত হন তিনি। এর পর বিহারের বিভিন্ন সাইট ঘুরে দেখেন।
এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম।

 

পরিদর্শনকালে সচিব খলিল আহমদ বলেন, বর্ষাকালে বিহারের নিচে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কাশনের কোন পথ সৃষ্টি করা গেলে সে বিষয়ে প্রদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও হলুদ বিহার সংরক্ষণে বাউন্ডারী ওয়াল নির্মাণ’সহ প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হচ্ছে|

সানশাইন / শামি

 


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩ | সময়: ৬:০১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর