রাজশাহীতে দেড় লাখ নকল স্ট্যাম্পসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় দেড় লাখ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে র‌্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা উপজেলার কৃষ্ণপুরে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্পগুলো উদ্ধার করেন। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে র‌্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায় আটক শহিদুল ইসলাম (৪০) রাজশাহীর বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া গ্রামের বাসিন্দা।
র‌্যাব জানায়, সোমবার দিবাগত রাতে একটি বাসে চড়ে এসব নকল স্ট্যাম্প নিয়ে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় প্রতারণা আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ