সর্বশেষ সংবাদ :

অহঙ্কারের একুশে

সানশাইন ডেস্ক : ভাষার মাস ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা, মায়ের গর্ব, বাঙালি জাতির অহঙ্কার। শহীদের স্মরণে এ মাসেই অনুষ্ঠিত হয় একুশের বইমেলা। প্রজন্মের হাজারো তরুণ-তরুণীর মিলনমেলাথ একুশের বইমেলা। লেখক ও পাঠকের প্রয়াস এবং একবিন্দু পরশ নিতে বছরে একবার সমবেত হয় তারা একুশের এ মেলায়। বায়ান্নর ভাষা আন্দোলনের ফসল একুশের বইমেলা সাধারণ কোনো মেলা নয়; এ মেলা ভাষাশহীদদের আত্মত্যাগ ও সংগ্রামকে সমর্থন করার। ভাষাশহীদদের স্মৃতিচারণ এবং অন্যায়কে পদদলিত করে সত্যকে প্রতিষ্ঠিত করতে বাঙালি উদ্ভাসিত হয় একুশের এ মেলায়। যার ঐতিহ্য সুদূরপ্রসারী, যার গভীরতা বহুদূর ব্যাপ্ত।
প্রতি বছর আমাদের মাঝে এসে উপস্থিত হয় ভাষার মাস ফেব্রুয়ারি। আবেগে আপ্লুত হয়ে আমরা অনেক কিছু বলি, অনেক কিছু করি; কিন্তু তারপরও অব্যক্ত কিছু কথা অগোচরে রয়ে যায়। বঞ্চিতের সে কথা কে শুনবে!। একুশের রক্তস্নাত পথ বেয়ে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি, যার উপহার একুশের বইমেলা। হাজারো ভাষাপ্রেমিকের আগমন ঘটে একুশের এ মিলন মেলায়, আগমন ঘটে বহু লেখক-লেখিকারও। সব মিলিয়ে একুশের এই বইমেলা পরিণত হয় বিজয়ের আনন্দ-মহামেলায়। এ বছরের বইমেলা বাংলা একাডেমি ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হয়েছে। সংবাদটি নিশ্চয়ই আনন্দের। তবে যাদের নিয়ে এ আয়োজন তাদের দিকটাও আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩ | সময়: ৭:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ