বানেশ্বর ইউনিয়ন থেকেই ৫ জন এমপি প্রার্থী!

মেহেদী হাসান, পুঠিয়া: রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন ৬ জন। পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভোটার হয়েই ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। তাই জনগণের মনে একটাই প্রশ্ন নিজ ইউনিয়নে কে হবেন সর্বোচ্চ ভোট পাওয়ার যোগ্য প্রার্থী। কে হবেন পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য।
বানেশ্বর ইউনিয়নের ৫ জন প্রার্থী হলেন আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা (নৌকা) প্রতিক, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান (ঈগল), জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন (লাঙ্গল), গণফ্রন্টের এ্যাডঃ মকলেছুর রহমান (মাছ), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আলতাব হোসেন মোল্লা (একতারা) প্রতিক নিয়ে নিজ ইউনিয়নের এই ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেক জন হলেন দূর্গাপুর এলাকার বিএনএমের প্রার্থী শরিফুল ইসলাম (নোঙ্গর) প্রতিক নিয়ে পুঠিয়া উপজেলা একই ইউনিয়নের ৫ জন প্রার্থীর সাথে পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য পদের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পুঠিয়া দূর্গাপুরের ভোটাররা বলছেন, এই আসনে ৬ জন প্রার্থী থাকলেও মূলতো ভোট যুদ্ধ হবে আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা এবং আ’লীগের ডামি স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের মধ্যেই হবে ভোটের লড়াই।
তবে তৃণমূলের ভোটাররা বলছে ভিন্ন কথা, তারা বলছে আব্দুল ওয়াদুদ দারা গত ১০ বছর এমপি ছিলো। তারপরে মুনসুর রহমান ৫ বছর ধরে এমপি আছে আমরা দেখেছি তাদের মধ্যে আ’লীগ আ’লীগের মধ্যে সেসময় থেকে দুই ভাগে বিভক্ত হয়ে আসছে। আর এবারতো মনসুর রহমান না থাকায় নৌকার পক্ষে না থেকে অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে ভোটে দাঁড়ানো ডামি স্বতন্ত্র প্রার্থীর হয়েছে কাজ করছেন। তাই পুঠিয়াসহ রাজশাহীর বেশ কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীরা হেভিওয়েট বলে দেখা যাচ্ছে।


প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ | সময়: ৭:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ