ট্রেনের পথে টহল পিকআপ তিন পুলিশের মৃত্যু

সানশাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেলক্রসিংয়ে পুলিশের টহল পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও দুজন। রোববার সীতাকুণ্ডের কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাটে লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটান ঘটে বলে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান।
তিনি বলেন, “আমাদের একটি পেট্রল টিম কাজ শেষ করে যাবার পথে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। কেন এ দুর্ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়।” ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।
নিহতরা সকলেই সীতাকুণ্ড থানার কনস্টেবল। তারা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। দুর্ঘটনায় আহত এসআই সুজন শর্মা এবং গাড়ি চালক সমর চন্দ্র সূত্রধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। রেলওয়ের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশনে পৌছেছে।


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ | সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ