আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আহত যুবক রবিন হোসেন (২০) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার বড় আখিড়া মোড়ে বাসের ধাক্কায় আহত হন রবিন। তিনি উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের বাবুর ছেলে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, গত ১৬ জানুয়ারি বিকালে সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের ওয়াজ মাহফিলের প্রচার শেষে বাড়ি ফেরার পথে বড় আখিড়া এলাকায় ঢাকাগামী বাসের সাথে চার্জার ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হন। স্থানিয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
তিন দিন পর বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে রবিন মারা যান। তিনি ওয়াজ মাহফিলের প্রচারণার কাজে চার্জার ভ্যানে ছিলেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বাদ আছর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ