লক্ষ্য মাত্রার চেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায়

হিলি প্রতিনিধি:
দেশের বাজারে সয়াবিন, সরিষা, পামওয়েলসহ সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বেড়েছে সরিষার আবাদ। আমন ধান কাটা মাড়াইয়ের পর বাড়তি আয়ের জন্য একই জমিতে সরিষা চাষ শুরু করেছেন কৃষকরা। আর তাদের সরিষা চাষে উৎসাহ দিতে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। ১ বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় ৩ – ৪ হাজার টাকা আর বিঘা প্রতি উৎপাদন হয় ৬ – ৭ মন। আবহাওয়া অনুকুলে থাকলে আরো ভালো ফলন পাওয়ার আশা কৃষকদের। অন্য ফসলের চেয়ে কম সময়ে লাভবান হওয়ায় কৃষকরা ঝুঁকছে সরিষা আবাদের দিকে।

 

 

 

 

 

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম বলেন, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাকিমপুরের হিলিতে ৩২০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ও ৩০৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যা লক্ষ্য মাত্রার চেয়ে ৮০ হেক্টর বেশি।

 

 

 

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ | সময়: ৪:১৩ অপরাহ্ণ | Daily Sunshine