বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার অধিনে আর কোন নির্বাচন হবে না: হাবিবুর রহমান

লালপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার অধিনে আর কোন নির্বাচন হবে না। এই সরকার ভোট চোর, ভোট ছিনতাইকারী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়েছে। পৃথিবীর কোন আদালত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক সেকেন্ডের জন্যও সাজা দিতে পারে না। যারা খালেদা জিয়াকে ও তারকে রহমানকে অন্যায় ভাবে সাজাদিয়েছেন। বাংলাদেশের মাটিতে এই দেশের জনগন তাদের বিচার করবে। দুই হাত তুলে তাদের মাপ চাইতে হবে।’

 

 

 

 

হাবিব আরো বলেন, এবছরের মধ্যে ভোট চোর, ভোট ডাকাত সরকারকে নিরপেক্ষ সরকারের দাবি মানতে বাধ্য করবো। জনগনের ভোটের অধিকার আদায়ের জন্য, এই দেশে চোরদের বিচারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই ছাড়বো।’
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১১আগষ্ট) সন্ধ্যায় নাটোরের লালপুরের গৌরীপুর গ্রামের বাড়িতে আয়োজিত দোয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসকল কথা বলেন তিনি ।

 

 

 

 

লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের সভাপতিত্ব প্রধান বক্তা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামীতে ভোট হবে, সেদিন আর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। ১৫ বছর অনেক কষ্ট করেছেন। ২০১৪ ও ১৮ মতো কোন ভোট আর বাংলাদেশে হবে না। আপনারা ধৈর্য হারাহবেন না। ঐক্যবদ্ধ থাকুন। বিএনপির সুদিন ফিরতে আর মাত্র কয়েকদিন বাঁকি।’
উপজেলা বিএনপি’র সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট খন্দকার মাসুদুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (অব.) কামরুনাহার শিরিন, বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমপ্রমুখ।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine