মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহীদ এ এইচ এম কামরুজ্জামান মাজারে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নির্বাচিত কমিটির সদস্যবৃন্দরা। নিবাচিত সদস্যগণ এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল স্তরের ও দপ্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান সদ্য নির্বাচিত সভাপতি হামিদুর আলম সাজু ও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
সোমবার সকাল সাড়ে এগারোটায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব নিবাচিত কমিটি সকল স্তরের ও সকল দপ্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় এই নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় দোয়া ও কবর জিয়ারত করা হয়। এসময় উপ¯ি’ত ছিলেন সহ-সভাপতি রজব আলী ও রফিক আলী পাখি, সহ-সাধারণ সম্পাদক আরিফ শেখ ও গাজি, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ও সুলতানুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন হোসেন, সহ-দপ্তর সম্পাদক বাবু, সাংস্কৃতিক ক্রীড়া ও প্রচার সম্পাদক গোলাম আযম, সড়ক সম্পাদক কাজিরুল ইসলাম সেলিম, রিংকু কুমার দাস ও সজিব আহম্মেদসহ শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যবৃন্দ।