মহাদেবপুরে আন্ত:জেলা চোর চক্রের চার সদস্য গ্রেফতার

মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে আন্ত:জেলা চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান যে, গত বুধবার রাতে উপজেলার খাজুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে বানী ইসরাইলের বাড়ীর পাকা গোয়াল ঘরের ইটের প্রাচীরে সিঁধ কেটে প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যেও দুইটি গাভীসহ একটি বাছুর চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বানী ইসরাইল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে জেলা পুলিশ সুপার মো. রাশিদুল হকের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. গাজিউর রহমানের সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করে বৃহস্পতিবার রাতে সাপাহার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা গরু চোর দলের সদস্য জেলার ধামইরহাট উপজেলার দেবীপুর পূর্বপাড়া গ্রামের আজাহারের ছেলে গোলাপ ওরফে বাবু (২৬), সাপাহার আমডাঙ্গা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩০), মৃত অনিলের ছেলে নিরেন ওরফে বাবু ড্রাইভার (৫০), পোরশা থানার ইটখোলা দীঘিপাড়া গ্রামের মৃত লোকমানের জামাই তারিফকে (৩৫) গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে ওসি মোজাফ্ফর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতারের ফলে এলাকায় গরু চুরি কমে যাবে বলে আশা করা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই শামিনুল ইসলামসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

 

সানশাইন/তারেক


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ | সময়: ৭:৫০ অপরাহ্ণ | Daily Sunshine