একদিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ।
এদিকে, রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে ১২ জন গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৪০ রোগীর মধ্যে ৩৬ জন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
তিনি জানান, আক্রান্ত হওয়ার পর তারা রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এ হাসপাতালে মোট ১৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগি ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। আর ১৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা বলেন, পাবনা ঈশ্বরদীর রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে জায়গায় জায়গায় পানি জমে থাকায় সেখানে ডেঙ্গু মশার বিস্তার ঘটছে। এ কারণে সেখানে কর্মরত অনেক শ্রমিক কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ। এর আগে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৫ জন। এর মধ্যে ৪৯৭ জন ঢাকার বাসিন্দা। বাকি ২৬৮ জন ঢাকার বাইরের।
ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১৫ জন। বাকি ৭৮০ ঢাকার বাইরের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর এখনো ৮৩ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ২৩ হাজার ২৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৫০৪ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।
২০২১ সালে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ৩২৪ জন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।


প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ