রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। ‘শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। বাংলাদেশর উন্নয়ন হেরে যাবে। তাকে বিজয়ী করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খালি হাতে লড়বো। তবে আগুন নিয়ে আসলে তা শক্ত হাতে প্রতিহত করবো।’ শনিবার বিকালে উপজেলার হুজুরীপাড়ার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন বিএনপি-জামায়াতকে ভোট দিলে কানসাটের মত বিদ্যুদের জন্য, দিনাজপুরে সারের জন্য কৃষককে জীবন দিতে হবে। গত টার্মের মত তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিবে। সামাজিক নিরাপত্তায় বিধবা, স্বামী পরিত্যক্তা, বয়স্ক, মাতৃত্বকালীন ভাতার অর্থ লুটপাট করে মেরে খাবে।
সাংসদ আয়েন বলেন, দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই-মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখলে ‘বিদেশে আছি’ মনে হয়। কারণ ‘শেখ হাসিনা জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করেন। সামনে তারা (বিএনপি) অন্ধকার দেখবে। তাদের ভোট দিলে দেশ গিলে খাবে। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে। সেই ধান্দায় আছে তারা।’ সব মিলিয়ে আগামীতে আবারো দেশরত্ন শেখ হাসিনাই সরকার গঠন করবেন-ইন্সসাল্লাহ।
তিনি আরো বলেন ভোট আসলেই কিছু বসন্তের কোকিল ও বাদুর নেতার জন্ম হয়। এসব ভাড়াটিয়া কোকিল ও বাদুর জনগণের কোন উপকারে আসবে না। দেশ দশের উন্নয়ন হবে না। দেশে দুর্যোগ, মহামারি, করোনাকালে এসব নেতা কোথায় ছিলেন। জনগণ এদের টিকি পর্যন্ত দেখতে পায়নি। আজকে বসন্তের কোকিলের মত জনদরদী সেজেছেন। গাছে গাছে বাদুরের মত ছবি ঝুলিয়েছেন। এরা বাদরের মত জনগণকে চুষে মারবে। আর পবা-মোহনপুরে তো বিএনপি-জামায়াতের কোন নেতাই নেই। এই আসনে ভাড়াটিয়া নেতা নিয়ে তারা রাজনীতি করে।
হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাব্বির, পবা উপজেলা ছাত্রলীগ ফরিদুল ইসলাম রাজু, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। তবে ব্যানারে নাম থাকলেও বরাবরের মত শোকসভায় থাকেননি পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। এরসাথে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগ ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা।
হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. রেজাউল করিম, পবা উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সারওয়ারে আলম মানিক। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, যুবলীগ নেতা এনতাজুল হক, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান, আব্দুল মতিন সিপলু, কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম, রাসেল আহমেদ প্রমুখ।