সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমিতে মই দিয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় আহত হয়ে রফিক উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় মোটর সাইকেলের ধাক্কায় তিনি আহত হন। নিহত রফিক উদ্দিন উপজেলার পারকোল গ্রামের মহির উদ্দিনের ছেলে।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, গত শুক্রবার বিকালে রফিকউদ্দিন জমিতে মই দিয়ে মহিষসহ বাড়িতে ফিরছিলেন। পথে আগ্রান ফিলিং স্টেশনের সামনে একটি দ্রুতগতির মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সেখান থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে আনার পর অবস্থার অবনতি হলে পুনরায় বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করলে সেখানেই বুধবার তিনি মারা যান।