ভোলাহাটে বিনা মূল্যে  বীজ ও সার বিতরণ

ভোলাহাট  প্রতিনিধি:

ভোলাহাটে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ লোকমান আলী।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা সহায়তা দেওয়া হয়। মোট প্রণোদনা দেয়া হয়েছে ২হাজার ৩জন কৃষকে। একজন কৃষককে দেয়া হয় ৫ কেজি ধানের বীজ ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার। ১’শ জন কৃষককে ১কেজি করে পাটের বীজ দেয়া হয়।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩ | সময়: ৩:১৪ অপরাহ্ণ | Daily Sunshine