রাসিক নির্বাচন : নগরীর মেসে বহিরাগতদের না রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দুই দিন আগে থেকে নগরীর কোনো মেসে কোনো বহিরাগতা থাকতে পারবেন না। রাজশাহী মহানগর মেস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ ও যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ সাক্ষরিত চিঠি মেস মালিকদের কাছে পাঠানো হয়ছে।
মেস মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, আগামী ১৯ থেকে ২১ জুন শিক্ষার্থীরা মেসে থাকতে পারবেন। তবে এই সময় কোনো বহিরাগত অতিথি মেসে থাকতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করতে মেস মালিকদের সমিতি অনুরোধ করেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নাশকতা বা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব। প্রসঙ্গত, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: জুন ১৩, ২০২৩ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ