বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ড স্কটল্যান্ডের গ্রুপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার সূচি প্রকাশ করেছে। ‘বি’ গ্রুপে লঙ্কানদের বাকি দুই সঙ্গী ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
টানা দ্বিতীয়বার বাছাই পর্ব খেলতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ আছে ‘এ’ গ্রুপে। যেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গী স্বাগতিক জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়েতে আগামী ১৮ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব। ফাইনালে ওঠা দুই দল জায়গা করে নেবে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে।
১০ দলের টুর্নামেন্টের বাকি আট দল নিশ্চিত হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে সরাসরি জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত। বাছাইয়ের গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল যাবে সুপার সিক্স রাউন্ডে। এই ধাপে দলগুলো অন্য গ্রুপের তিন দলের সঙ্গে খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দুই দল খেলবে ফাইনালে।


প্রকাশিত: মে ২৪, ২০২৩ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ