জয়পুরহাটে ক্রোকারিজ দোকানে অগ্নিকাণ্ড, সাত লক্ষাধিক টাকার ক্ষতি

জয়পুরহাট প্রতিনিধি: রোববার বিকালে জয়পুরহাট শহরের প্রধান সড়কের নূর সুপার মার্কেটের ৩য় তলার একটি ক্রোকারিজ (বাসন কোসন) সামগ্রীর দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌণে পাঁচটার দিকে শহরের নূর সুপার মার্কেটের ৩য় তলায় এনামুল হক সবুজের মালিকানাধীন একটি ক্রোকারিজ সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের এ খবর জানার সাথে সাথে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা যায় নি। তবে দোকান মালিক পক্ষের দাবি, অগ্নিকাণ্ডে দোকানের ৭ থেকে ৮ লক্ষ টাকার বিভিন্ন ক্রোকারিজ সামগ্রী ভস্মিভূত ও নষ্ট হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ