সর্বশেষ সংবাদ :

লালপুরে পাবলিক ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নাটোর- বাংলাদেশ পুসান এর মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকাল উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে র‌্যালী ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুসানের প্রধান সমন্বয়ক তানভীর আনোয়ার।

 

 

 

 

 

এতে দেশের ৯৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত   ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মোঃ সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, পুসানের প্রধান উপদেষ্টা আব্দুস সোবহান, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুজ্জামান উজ্বল, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও সুধিজনেরা উপস্থিত  ছিলেন। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং নতুন ভর্ত্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

 

 

 

 

এসময় সমাজ সেবায় অবদানের জন্যে নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুলকে বীর উত্তম খাদেমুল বাশার এওয়ার্ড , শেফালী আক্তারকে পুসান গোল্ডেন এওয়ার্ড, স্বা¯’্য সেবায় অবদানের জন্যে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার এসোসিয়েশনকে পুসান ডায়মন্ড এওয়ার্ড, শিক্ষায় অবদানের জন্যে সমর চন্দ্র পালকে মহারাণী ভবানী এওয়ার্ড প্রদান করা হয়, চিকিৎসা ও সমাজসেবায় অবদানের জন্যে সাইদুর রহমান এবং সাংবাদিকতায় অবদানের জন্যে ফারাজী আহম্মদ রফিক বাবনকে চলনবিল রত্ন এওয়ার্ড, কৃষিতে অবদানের জন্যে ড. মোঃ লতিফুল ইসলামকে অধ্যক্ষ এম এ হামিদ এওয়ার্ড প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩ | সময়: ৮:১৮ অপরাহ্ণ | Daily Sunshine