সর্বশেষ সংবাদ :

কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে অনেক খুশি

বাঘা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় চলতি অর্থবছরে খরিপ/২০২২-২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ অন্যান্য উপকরণ বিতরণ হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টায় উপজেলা চত্বরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে এই বীজ, রাসায়নিক সারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ হয়।

উপজেলার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেকে কৃষককে গ্রীষ্মকালীন ১ কেজি পেয়াজ বীজ, ২০ কেজি ডায়া এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ২০ কেজি মিউরেট অফ পটাস (এমওপি)সারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরীফ প্রমুখ।

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: জুন ২১, ২০২২ | সময়: ৭:৫৮ অপরাহ্ণ | Daily Sunshine