রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সাহেব আলী নওগাঁ: নওগাঁয় বিভিন্ন দাবীতে প্রাথমিক শিক্ষকেরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার পদন্নতি ও বৈষম্য গ্রেড এর প্রতিবাদে সারা দেশের মতো নওগাঁতেও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকালে পিটিআই কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১১টি উপজেলার তিন শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি আহসান আলী প্রধান শিক্ষক খাসনওগাঁ, প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সহ: শিক্ষক চক আতিথা, সমন্বয়ক মাসুদরানা সুমন সহ: শিক্ষক দশপাইকা, আব্দুল হাই সহ: শিক্ষক শেখেরপুর,আ: রাজ্জাক সহ: শিক্ষক মকিমপুর স:প্রা: বিদ্যালয় প্রমুখ।
এ সময় বক্তারা দ্রুত তাদের পদন্নতি ব্যবস্থা চালু, সহকারী শিক্ষক ১০ম ও প্রধান শিক্ষকের ৯ম গ্রেডের দাবী মেনে নিতে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষন করেন। মাননীয় প্রধান উপদেষ্ঠা দ্রুতই সকল বৈষম্য দূর করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবী পূরণ করে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের গতি ফিরিয়ে আনতে আশু প্রদক্ষেপ গ্রহণ করবেন। যদি দাবী মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন । মানববন্ধন শেষে জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।