বদলগাছীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে রসুলপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবাবের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এমপির নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন এমপির প্রতিনিধি আবুল হোসেন হাসেম। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন। এবং প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চালের সঙ্গে পিঁয়াজ, রসুন, আলু, তেল, মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এদিকে, রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফারদিন কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেওয়া হয়। যার মধ্যে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চালসহ আলু, তেল, মশুর ডাল, লবণ রয়েছে।

এ সময় সংস্থার পক্ষে এই খাদ্য সহায়তা তুলে দেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম পল্টন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মমতাজ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান মাষ্টার, প্রমূখ।

উল্লেখ্য – শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই মহল্লায় আগুন লাগে। আধাঘণ্টার ব্যবধানে মহল্লার ১৯টি বাড়িঘর পুড়ে যায়। সর্বস্ব হারিয়ে ১৯ পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

সানশাইন / শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ | সময়: ৯:২০ অপরাহ্ণ | Daily Sunshine