সর্বশেষ সংবাদ :

মান্দায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

মান্দা প্রতিনিধি: করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মানায় চারটি মামলা ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আবু বাক্কার সিদ্দিক। সোমবার বিকেলে উপজেলা সদর প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। জনগণ সচেতন না হলে এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও আরও বলেন, অভিযানে মাস্ক ব্যবহার না করার দায়ে সংক্রমন নিরোধ আইনে ৫০০ টাকা জরিমানা ও চারটি মামলা করা হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ | সময়: ৬:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ