সর্বশেষ সংবাদ :

সাপাহারে ১১ মটরসাইকেল চালকের জরিমানা

সাপাহার প্রতিতিনিধি: সাপাহারে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে ১১ জন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাপাহার-খঞ্জনপুর রাস্তার ইসলামপুর মোড়ে মোবাইল কোর্টটি বসানো হয়। উক্ত স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১১ জন মোটর সাইকেল চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে মোট সড়ে ৮ হাজার জরিমানা করা হয়েছে।
রাস্তায় অপরাধমুক্ত গাড়ী চালানোর পরিবেশ তৈরী করতে আগামীতে পর্যায়ক্রমে এধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে বলে নির্বাহী অফিসার জানিয়েছেন।


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ