চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে বাদশা (৬০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। সোমবার (২০ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাদশা চাঁপাইনবাবগঞ্জের লক্ষ্মীপুর কামার পাড়ার মৃত ইনতাজ মন্ডলের ছেলে।

 

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৮ সালের ২৫ অক্টোবর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণচরা গ্রামের একটি বাথান বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ হাজার ১৪৭ বোতল ফেনসিডিলসহ বাদশাকে তার বাথানবাড়ি থেকে আটক করা হয়। ওই দিন র‌্যাবের এসআই অনুপ দাস বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি এর ১ (বি) ধারার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই রাব্বী মোরছালিন তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ জুন বাদশাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ | সময়: ৭:০৯ অপরাহ্ণ | Daily Sunshine