প্রতিবেশীর নির্যাতনে অসহায় এক পরিবার

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন একটি অসহায় পরিবার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য রফিকুল ইসলাম বাদী হয়ে পিন্টুসহ তিন জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের পিন্টুর পরিবারের সাথে একই গ্রামের রফিকুল ইসলামের কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে জমি থেকে মাটি কাটছিলেন রফিকুল ইসলাম। হঠাৎ পূর্ব শত্রুতার জেরে পিন্টুর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করে।
একপর্যায়ে রফিকুল ইসলাম তাদের গালিগালাজ করতে নিষেধ করলে এলোপাথাড়ি ভাবে তাকে মারপিট করে আহত করেন। এসময় রফিকুল ইসলামের চিৎকারে তার মেয়ে এগিয়ে আসলে তাকেও মারপিটসহ পরনের কাপড় টানা হেঁচরা করে শ্রীলতাহানী ঘটায়।
এতে বাবা ও মেয়ে দুইজনে আহত হন। এরপর তাদের বাড়িতে এসে ভাংচুর করে তালা দিয়ে চলে যান পিন্টুর পরিবার।
স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে পিন্টুসহ তিন জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ | সময়: ৭:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ