কাঁদায় একাকার গ্রামীণ সড়ক

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের খোদবাড়ী নয়লাপাড়া গ্রাম। নামা কলামুলা মৌজা, এই গ্রামের ওপর দিয়েই অন্য গ্রামে চলে গেছে একটি কাঁচা রাস্তা। যে রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়।
তখন যানবাহন ও মানুষ চলাচলে ভোগান্তি বাড়ে। রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু জনপ্রতিনিধিরা কথা দিলেও তা বাস্তবায়ন হয়নি। কবে হবে তারও নিশ্চয়তা নেই।
এ অবস্থায় গ্রামবাসীর দুর্ভোগ কমাতে নিজেদের উদ্যোগে রাস্তাটি সংস্কার কাজ শুরু করেছে এলাকার কিশোর-তরুণ ও যুবকরা। সংস্কার কাজ শুরুর পর রাস্তা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। সরিয়ে ফেলা হচ্ছে কাদা মাটি।
বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থী এবং জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করে। বৃষ্টি হলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষদের। ফলে বাধ্য হয়ে দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এলাকার কিশোর-তরুণ ও যুবকরা মিলে চলাচলের উপযোগী করছে।
এলাকাবাসীরা জানান, এ ব্যাপারে ১নং তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক গত দেড় বছর জনসাধারণদের শুধুমাত্র আশা দিয়ে যাচ্ছে।
কিন্তু কবে হবে এই নতুন রাস্তা তা জানেন না কেউ। তবুও প্রত্যাশা মানুষের দুভোর্গ কমাতে রাস্তাটি সংস্কার হবে, পাকা হবে।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ | সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ