তুচ্ছ ঘটনায় হত্যার পরিকল্পনা!

স্টাফ রিপোর্টার: পাড়ায় পলাশ নামে এক কিশোরকে মারপিট করে তুষার, কুবল, অন্তর, পলক, অনুরাগ। এ সময় এগিয়ে আসে পাড়ার বড়ভাই জনি কুমার। মারামারি ভেঙে দেয়। তার আগেই আহত হন পলাশ। মারামারির ওই ঘটনায় পলাশ মতিহার থানায় মামলা করে। তাতে এক নম্বর স্বাক্ষি করা হয় জনি কুমারকে। ঘটনা এতোটুকুই। মামলার স্বাক্ষি হওয়ার কারণে জনি কুমারকে হত্যার পরিকল্পনা করে অনুরাগ ও পলকের চাচা প্রকাশ কুমার ওরফে ছোটন। এমন পরিকল্পনা প্রকাশ হয়ে যাওয়ায় জনি কুমার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ বিষয়ে তিনি মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন। মতিহার থানা এলাকার হরিজন পল্লিতে এ ঘটনা ঘটে।
মতিহার থানায় দায়ের করা জনি কুমারের সাধারণ ডায়েরি থেকে জানা যায়, ২৭ সেপ্টেম্বর হরিজন পল্লির পলাশ নামে এক কিশোরকে মারপিট করে তুষার, কুবল, অন্তর, পলক, অনুরাগ। পলাশকে মারতে দেখে জনি কুমার বাঁচাতে এগিয়ে আসে। তবে, ওই ঘটনায় পলাশ আহত হলে মতিহার থানায় মামলা দায়ের করে। এতে আসামী করা হয় তুষার, কুবল, অন্তর, পলক, অনুরাগকে। মামলার প্রথম স্বাক্ষি করা হয় জনি কুমারকে। সামান্য ওই ঘটনার জের ধরে অনুরাগ ও পলকের চাচা মৃত বাবু লালের ছেলে প্রকাশ কুমার ওরফে ছোটন (৪০), মৃত প্রদীপের ছেলে বাপ্পী (২৮) ও গনেশের ছেলে সুরাজ (২৯) মিলে জনি কুমারকে হত্যার পরিকল্পনা শুরু করে। ছোটন, বাপ্পী ও সুরাজ মিলে যে পরিকল্পনা করে তার একটি মোবাইল রেকর্ড প্রকাশ হয়ে পড়ে। এক পর্যায়ে বিষয়টি জনি কুমার জানতে পারে। পরে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে জনি কুমার মতিহার থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ | সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ