গোদাগাড়ীতে দুই কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ মাদক কারবারি ইদিল আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

 

 

তিনি ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, উপজেলার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রাম¯’ মাদক ব্যবসায়ী ইদিলের বসত বাড়িতে মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে।

 

 

 

 

 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মাদক কারবারি ইদিলের বসত বাড়ির চতুরদিক ঘেরাও কালে কয়েকজন ব্যক্তি ওই বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাবের তাকে গ্রেফতার করে। এছাড়াও অপর ১জন গোয়াল ঘরের পেছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়।পরে বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা ১টি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুককিয়ে রাখা ২কেজি হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারের পর তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ | সময়: ৭:২৩ অপরাহ্ণ | Daily Sunshine