আত্রাইয়ে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ

আত্রাই প্রতিনিধি
২০২৩ সনের শেষ সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন টার্গেট করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। কার্যক্রমের মধ্যে সীমানা নির্ধারণ ও খসড়া ভোট কেন্দ্রের তালিকা করে তা প্রকাশ করা হয়েছে।
এছাড়া ভোটার তালিকার কাজ শেষ হলেও তপশীল ঘোষণা পর্যন্ত ভোটার স্থানান্তর ও হালনাগাদ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকায় মোট ৬০ টি কেন্দ্র রয়েছে যা গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ৫টি বেশি। তবে খসড়া ভোট কেন্দ্রের তালিকার বিষয়ে কাহারো কোনরুপ আপত্তি থাকলে ৩১ আগষ্ট তারিখের মধ্যে জেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

 

 

 

ভোট কেন্দ্রগুলো হলো সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা উচ্চ বিদ্যালয়, সাহাগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাটিয়া বড়ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর উচ্চ বিদ্যালয়, রসুলপুর-জাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

 

 

ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়, জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিলাবদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকা উচ্চ বিদ্যালয়, মহাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আহসানগঞ্জ ইউনিয়নের আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়, আমরুল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কছির উদ্দিন দেওয়ান স্কুল ও কলেজ, সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলোয়া চৌড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকটিগাছা কাঁশ্যবপাড়া স্কুল ও কলেজ। পাঁচুপুর ইউনিয়নের নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয়, বিপ্রবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুপুর উচ্চ বিদ্যালয়, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, কাসুন্দা উচ্চ বিদ্যালয়, গুড়নই সিনিয়র মাদ্রাসা, গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশা ইউনিয়নের রাণীনগর উচ্চ বিদ্যালয়, রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমসপাড়া উচ্চ বিদ্যালয়, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়, খরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশা উচ্চ বিদ্যালয়, বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়।
মনিয়ারী ইউনিয়নের কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন, পতিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবনগর সুদর্শণা মডেল হাইস্কুল, নৈদীঘি হযরত আলী উচ্চ বিদ্যালয়, কয়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালুপোঁয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

 

 

 

কালিকাপুর ইউনিয়নের পাইকড়া বড়াইকুড়ি উচ্চ বিদ্যালয়, পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শলিয়া উচ্চ বিদ্যালয়, আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কালিকাপুর দাখিল মাদ্রাসা।
হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়, বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকশিমলা উচ্চ বিদ্যালয়, দ্বীপচাঁদপুর উচ্চ বিদ্যালয়, নন্দনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

 

 

 

উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ বলেন, জেলা নির্বাচন অফিস থেকে খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার বিষয়ে কাহারো আপত্তি থাকলে জেলা নির্বাচন অফিস বরাবর জানাতে হবে। তিনি আরও জানান, উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ৬’শ ১৫ ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ৮৪ হাজার ৮’শ ১৮ জন মহিলা ৮২ হাজার ৭’শ ৯৫ জন হিজরা ২ জন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩ | সময়: ৫:১৭ অপরাহ্ণ | Daily Sunshine