বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত মান্নান শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়ল টোলা গ্রামের মৃত মোসাহাকের ছেলে।
গত রবিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ডের সামনে চৌধরীপাড়া মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঘোড়াস্ট্যান্ড এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ গামী অজ্ঞাত গাড়ি মান্নানকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।