মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ৩১ বোতল ফেন্সিডিল ও ৬০ গ্রাম হেরোইন-সহ তিন নারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চকছাতারী এবং হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বুধবার গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিরামপুর এলাকার মহিদুল ইসলামের বাড়ীতে অভিযান চালাই পুলিশ।এ অভিযানে মাদক ব্যবসায়ী মহিদুল ইসলামের ছোট ভাই সাহাবুদ্দিন (৩৬)পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাই। এ সময় তার ভাবি ফাতেমা বেগম(৪০)এর ঘর থেকে ৩১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অত:পর তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
এর আগে উপজেলার চকছাতারী এলাকার মাদক বিক্রেতা শাহানাজ বেগম(৫০)স্বামী গোলাম হোসেন এর বাড়ীতে অভিযান চালাই পুলিশ। সেই অভিযানে শাহানাজ ও তার মেয়ে লতা (২৫)কে ৬০ গ্রাম হেরোইন সহ আটক করা হয় । এর মধ্যে মায়ের কাছে ৩১ হিরোইন পাওয়া যাই গ্রাম এবং মেয়ের কাছে ২৯ গ্রাম। যার মুল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, আটককৃত তিন জনের নামে পৃথক দুটি মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।