এএফসি কাপ : মালদ্বীপের ক্লাবকে হারিয়ে প্লে-অফ পর্বে আবাহনী

স্পোর্টস ডেস্ক: বসুন্ধরা কিংস পারেনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্ব টপকাতে। মঙ্গলবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ২-০ গোলে হেরে গেছে শারজা এফসির কাছে। তবে আবাহনী পেরেছে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড-২ টপকে প্লে-অফ পর্বে জায়গা করে নিতে। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে হারিয়েছে মালদ্বীপের ক্লাব ঈগলসকে।
প্লে-অফ পর্বে আবাহনী খেলবে ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ২২ আগস্ট। ভারত ও নেপালের দলের ম্যাচটি হবে সন্ধ্যায়। কয়েক দিনের বৃষ্টিতে ভারী ছিল সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ। কাদায় ভরপুর মাঠে কোনো দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। এরই মধ্যে আবাহনী ২০ মিনিটে এগিয়ে যায় কর্নিলিয়াসের গোলে।
রিজুভান আহমেদের গোল মালদ্বীপের ক্লাবকে ম্যাচে ফেরায় ৬৩ মিনিটে। তখন মনে হয়েছিল ম্যাচটি হয়তো অতিরিক্ত সময়ে গড়াবে। আবাহনী অবশ্য সে সুযোগ দেয়নি সফরকারী দলকে। নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে আবাহনী দ্বিতীয়বার লিড নেয়। মোজাফফরের কর্নার থেকে ব্রাজিলিয়ান দানিলোর হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। ওই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।


প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ