সর্বশেষ সংবাদ :

দ্রুত বিএসসি পাসের মর্যাদা চান ডিপ্লোমা প্রকৌশলীরা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সংবাদ সম্মেলন করে ডিপ্লোমা প্রকৌশলীরা দ্রুত তাদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের এ দাবির প্রেক্ষিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে মতামত ও সুপারিশ দেওয়ার জন্য ১০ সদস্যের একটি জাতীয় কমিটি গঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল বিষয়টি প্রকাশ পাওয়ার পর এর সমালোচনা করছে বিএসসি প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের যুগোপযোগী সিদ্ধান্তের পর উচ্চ সুবিধাভোগী ও শ্রেণী স্বার্থবাদী ডিগ্রি প্রকৌশলী এবং তাদের সংগঠনের পক্ষে মারাত্মকভাবে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে তারা “কাণ্ডজ্ঞানহীন উদ্ভট ও মুর্খদের কাজ” বলে মন্তব্য করেছেন। তারা ডিপ্লোমা প্রকৌশলী ও এই শিক্ষাকে জাতির কাছে হেয় করেছেন, অসম্মান ও অপমান করেছেন। তারা পরশ্রীকাতরতা ও হীনমন্যতার প্রকাশ ঘটিয়েছেন।’
সংবাদ সম্মেলন থেকে আইইবির এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে প্রতিবাদ সমাবেশ, শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি রয়েছে। ১৮ মে থেকে ৩০ মে পর্যন্ত কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইডিইবির রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সাইদ আহমেদ সানি। উপস্থিত ছিলেন প্রকৌশলী জিয়া উদ্দিন, প্রকৌশলী আবু বাশির, প্রকৌশলী মশিউর রহমান, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা সেখ মুজিবুর রহমান, প্রকৌশলী আব্দুল গফুর, আনোয়ারা খাতুন, প্রকৌশলী আহসান হাবিব, প্রকৌশলী ময়নুল হক, প্রকৌশলী শাহীনুল হক, প্রকৌশলী আবু সাঈদ, প্রকৌশলী মো. নুরুন্নবী, প্রকৌশলী আবু জাহিদ মো. বিন ফুয়াদ পিন্টু, প্রকৌশলী মো. শাহিনুল হক প্রমুখ।


প্রকাশিত: মে ১৭, ২০২৪ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর