সর্বশেষ সংবাদ :

শীতার্তদের পাশে রামেবি, রাজশাহী কলেজ ও আল-আকসা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে অসহায় ও বয়স্কদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: এ. জেড.এম মোস্তাক হোসেন।
কম্বল বিতরণকালে উপাচার্য বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা সবার দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিবেদিত প্রান। তিনি আরো বলেন, সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ জায়গা থেকে সহায়তার হাত বাড়াতে হবে। এর ফলে যেমন অসহায় মানুষগুলোর উপকার হয়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হোন।
বিশেষ অতিথি ছিলেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও রামেবির ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: বুলবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনির, ডা. জাকির হোসেন খোন্দকার, পরিচালক ( অ.হি.), পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, উপ-পরিচালক (প.উ.) এস.এম.ওবায়দুল ইসলাম, উপ-রেজিস্ট্রার ডা. আমিন আহমেদ খান, উপাচার্য’র একান্ত সচবি (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেনসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর পরে ২০২৩ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ডা.এ জেড. এম মোস্তাক হোসেন।
রাজশাহী কলেজের বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ, রেড ক্রিসেন্ট ও রেঞ্জার ইউনিটের উদ্যোগে তানোর উপজেলার ঝিনাখৈইর, সগুনা, নাচোল উপজেলার গুচ্ছগ্রাম, গোমস্তাপুর উপজেলার চাঁনপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা টংপাড়া গ্রামের দরিদ্র শীতার্ত জনগণের মাঝে ২৮০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বিএনসিসি ইউনিটের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, উর্দু বিভাগ, মোঃ নাজমুল হক, সমাকল্যাণ বিভাগ ও নাসরিন আখতার বানু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রেঞ্জার ইউনিটের শিক্ষক ড. রেজিনা আকতার বানু, রসায়ন বিভাগ ও মোসাঃ রোজিনা আফরোজ, সমাজবিজ্ঞান বিভাগ, রেড ক্রিসেন্ট ইউনিটের শিক্ষক মোঃ আব্দুস সালাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোঃ আল আমীন হক, ইতিহাস বিভাগ ও মোঃ মানিক হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ । এছাডাও উপস্থিত ছিলেন ড. নিতাই কুমার সাহা, মনোবিজ্ঞান বিভাগ, ড. মোঃ শরিফুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ, রেড ক্রিসেন্ট ও রেঞ্জার ইউনিটের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ পারভেজ, মেম্বার, ২ নং ওয়ার্ড, কিলিস ইউনিয়ন, শ্রী বঙ্গ পাল সরদার, সাধারণ সম্পাদক, লাহা—ি ফাউন্ডেশন, রাজশাহী, কুটিলা রানী, আদিবাসী নারী নেত্রী, কাঞ্চন রাজোয়াড়, আদিবাসী নেতা, আমনুরা, টংপাড়া। পরিশেষে অধ্যক্ষ মহোদয় এলাকার জনগণের কাছে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া এলাকার মধুপুর গ্রামে রোটারী রাজশাহী মেট্রোপলিটন ক্লাব এবং অন্যতম আবাসন প্রতিষ্ঠান আল-আকসার সৌজন্যে ৫০ জন শিক্ষার্থীর মায়ের নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আকসার ডেভেলপারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। সভাপতিত্ব করেন পিপি প্রদীপ মৃধা। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান সাইদুর রহমান,শামিম আহম্মেদ, মঞ্জুর আহম্মেদ, জনতা ব্যাংক দামকুড়া শাখার ব্যবস্থাপক আরিফুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে এ এলাকায় কাজ করছে রোটারী মেট্রোপলিটন ক্লাব। বাচ্চাদের স্কুলের বিভিন্ন সরঞ্জাম দেয়া হয়েছে। এবার কম্বল দেয়া হলো। সমাজের সবাই যারা সামর্থবান তাদেরকে কম সামর্থবানদের পাশে এসে দাড়ানোর অনুরোধ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান কাজী বলেন, ছোট বেলায় আমি বিএনসিসি, স্কাউটস করেছি। মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে আল-আকসা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। আমাদের যতটুকু সামর্থ আছে তাই দিয়ে চেষ্টা করছি পাশে দাঁড়াতে।
শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তান গ্রামে মানুষ হচ্ছে বলে ভাববেন না তারা এখানেই থেকে যাবে আজীবন। একটু সহায়তা পেলের তারাও জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাকতে পারবে। আপনাদের বাড়ির পুরুষরা যদি বেকার থাকে কাজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো যোগ্যতা অনুযায়ী কাজ দেয়ার। অনুষ্ঠানটি আয়োজন করে রোটারী ক্লাব, ইমাজিং রোটারী, আল-আকসা ডেভেলপারস লিমিটেড।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ | সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ