রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর আয়োজনে অত্র দপ্তরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কারিগরি কারখানা রাজশাহী বিভাগ রাজশাহীর ফোরম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী সাবেক উপ-পরিচালক রফিকুল ইসলাম ও সাবেক উপ-পরিচালক আব্দুর রশিদ।
বিদায়ী অতিথি সম্পর্কে স্মৃতি চারণ করে বক্তব্য দেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসের মুন্সি মো: মনির, লিডার মাহাতাব মৃধা, উ”চমান সহকারী মুন্না শেখ, মবিলাইজিং অফিসার রোজিকুল ইসলাম, ওয়ার হাউজ ইন্সপেক্টর দিয়ানাতুল হক দিনা, নবাগত সিনিয়র স্টেশন অফিসার আবু সামা প্রমুখ। নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন বিদায়ী সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো: সেলিম। অনুষ্ঠানে আরো উপত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সিনিয়র স্টেশ অফিসার আব্দুর রউফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ও সদ্য যোগদানকৃত সিনিয়র স্টেশন অফিসার আবু সামাকে ফুল দিয়ে বরণ করা হয়।
সানশাইন/সোহরাব