সর্বশেষ সংবাদ :

নাটোরে ‘অনুষ্ঠান পণ্ড করায়’ সড়ক অবরোধ প্রতিবন্ধীদের

সানশাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ইক্ষু খামারের জমিতে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান করতে না দেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে প্রতিবন্ধীরা। সোমবার সকাল ১০টা থেকে আধাঘণ্টা ব্যাপী উপজেলার বনপাড়া-লালপুর অঞ্চলিক সড়কের চণ্ডিপুর এলাকায় প্রতিবন্ধীরা অবস্থান করে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
পরে পুলিশ গিয়ে অবরোধ সরালে যান চলাচল স্বভাবিক হয়। চণ্ডিপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম মানিক বলেন, “প্রতিষ্ঠানটির ব্যানারে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সমগ্রী বিতরণের জন্য বড়াইগ্রাম উপজেলার বাহিমালী গ্রামে নর্থবেঙ্গল সুগার মিলের নিজস্ব ইক্ষু খামারের কাঁচা রাস্তার পাশে চেয়ার সাজানো হয়। এ সময় প্রতিবন্ধীরা সেখানে জড়ো হতে থাকলে খামার প্রধান মাহবুব ইসলাম শ্রমিকদের নিয়ে চেয়ারগুলো সরিয়ে দিলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। প্রতিবাদে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী নিয়ে পাশের বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কটি অবরোধ করা হয়।“
এ ব্যাপারে জানতে চাইলে ওই মিলের সহকারী খামার ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম বলেন, “মানিক সাহেব মিলের তিন একর জায়গা দখল করে প্রতিবন্ধীদের জন্য স্কুল করতে চান। অন্য অনেক জায়গা থাকা সত্ত্বেও ১ নম্বর ব্লকের পাশে এসে প্রতিবন্ধীদের জন্য ঈদ সামগ্রী বিতরণের জন্য আমাদেরসহ এলাকার অনেককে চিঠি দেওয়া হয়েছে। মিল কর্তপক্ষে সে আবেদন প্রত্যাখ্যান করে। পরে কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানের জন্য মিলের জমির রাস্তায় রাখা চেয়ার ও বাঁশ সরিয়ে দেওয়া হয়েছে।“
খামার ব্যবস্থাপকের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জমি দখলের বিষয়টি প্রত্যাখ্যান করে মানিক বলেন, “প্রতিবন্ধীরা কি জমি দখল করতে পারবে, বলেন? তাইতো আমরা রাস্তায় গেছি। সুগার মিলের অনেক জায়গা পড়ে আছে, আমাদের একটা দাবি আছে, প্রতিবন্ধী স্কুলের জায়গার। এই দাবিতো আমরা করতেই পারি সরকারের কাছে। জায়গার জন্য দাবি অনেকদিক থেকেই করে আসছি, কিন্তু কোনো সময়ই দখল করতে চাইনি, এই অভিযোগ মিথ্যা।“
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওসি আবু সিদ্দিক বলেন, “কেউ যদি ষড়যন্ত্র করে প্রতিবন্ধীদের দিয়ে সড়ক অবরোধ করে থাকেন তবে তাকে ছাড় দেওয়া হবে না।”


প্রকাশিত: জুন ২৭, ২০২৩ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ