রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ইত্যাদি।
দিবসটি উপলক্ষে এদিন সকালে সূর্যোদয়ের পর নগরীর কুমারপাড়ায় থাকা নগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের পাশে থাকা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে রাজশাহী নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এই আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
বঙ্গবন্ধু পরিষদ : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিয়াপাড়াস্থ বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নূরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আরিফুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেম, কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এটি কেউ অস্থায়ী, আবার কেউ প্রবাসী সরকার বলে অভিহিত করেন। এটি বলা সঠিক নয়। আমাদের মনে রাখতে হবে সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এটি বাংলাদেশের সরকার ব্যবস্থার ভিত্তি ।
এদিকে রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যেছিল আলোচনা ও দোয়া মাহফিল।
সোমবার পবা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, কৃষি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক প্রমুখ।
মান্দা: মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্যা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, ওসি (তদন্ত) মেহেদি মাসুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা বিজয় কুমার রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নূরজ্জামান, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান ও আফসার আলী মন্ডল, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।
নিয়ামতপুর: উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ ইকবাল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
শিবগঞ্জ: উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক সহ অন্যরা। এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, অধ্যক্ষ জামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মেসের আলীসহ অন্যরা।
সাপাহার: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠত উক্ত আলোচনা সভায় ঐতিহাসিক দিবসটির তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলার বিশিষ্ট সমাজ সেবী নুরুহক মাস্টার, উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির প্রমুখ। এসময় সাপাহার উপজেলার সহকারী ভুমি কমিশনার (এসিল্যান্ড) শারমিন জাহান লূনা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন ও স্থানীয় গনমাধ্যমকর্মীগন সেখানে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ | সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ