নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ তিনজন আটক 

নিয়ামতপুর প্রতিনিধিঃ

প্রায় ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ৫ রাজশাহী র‌্যাব সদস্যরা। এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়। মূর্তিটির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গত ৩১ জানুয়ারী মঙ্গলবার র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজারের দক্ষিন দিকে মৃত- ওয়াসিম উদ্দিন ডাক্তারের ছেলে রাব্বানীর বাড়ীর পূর্বকোনের ঘরের ভেতর থেকে কালো রং এর কষ্টি পাথরের এই মূর্তিটি উদ্ধার হয়।

 

 

 

 

১ ফেব্রুয়ারী বুধবার নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চিনিয়াতোলা গ্রামের মৃত- সেকেন্দার আলীর ছেলে সেতাউর রহমান (৪২), একই জেলার একই উপজেলার আসনপুর গ্রামের মৃত- চাঁন মোহাম্মাদের ছেলে মোঃ আব্দুল খালেক (৫৩), এবং একই জেলার একই উপজেলার শেরপুর গ্রামের মৃত- আলতাব হোসেনের ছেলে মোহাম্মাদ নজরুল ইসলাম (৬৩)।

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine