সর্বশেষ সংবাদ :

লালপুরে জেঁকে বসেছে শীত, সরব ফুটপাত

লালপুর প্রতিনিধি: পৌষ মাসের শুরুতেই শীত জেঁকে বসেছে নাটোরের লালপুর উপজেলায়। মধ্যরাত থেকে সকাল ৮ টা- ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকছে গোটা এলাকা।
কনকনে শীতের তীব্রতা থেকে বাঁচতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ ভীড় জমাচ্ছেন ফুটপাতের পুরাতন গরম কাপড়ের দোকানে। মঙ্গলবার উপজেলার গোপালপুর পৌর এলাকার কড়ইতলার পুরাতন গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। আকার ও মান ভেদে প্রতিটি পুরাতন সোয়েটার, জ্যাকেট বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ৫শ টাকায়। টুপি ৫০ টাকা, পা মোজা ১৫-২০ টাকা জোড়া এবং মাফলার ১০০ টাকায়। এখানে পুরনো চাদর, কম্বলও রয়েছে।
পুরনো গরম কাপড় বিক্রেতা সোহেল জানালেন, দু’দিন ধরে শীত বেড়ে যাওয়ায় মাপলার, সোয়েটার ও জ্যাকেট বিক্রি বেড়েছে। পা মোজা, টুপিও বিক্রি হচ্ছে বেশ। পুরুষের পাশাপাশি মহিলারাও আসছেন দোকানে। বিকেলের দিকে ভীড় হচ্ছে বেশি।
লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী জানান, শিগগরই উপজেলার দরিদ্র শ্রেণির মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক জানান, ইতোমধ্যেই উপজেলায় ৫ হাজার সরকারী কম্বল এসে পৌঁছেছে। শিঘ্রই তা বিতরণ করা হবে।


প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ