সর্বশেষ সংবাদ :

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

সানশাইন ডেস্ক: বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ইতোমধ্যে তাদের কাছে টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
গত ৪ এপ্রিল ভোরে দেশে কাপড়ের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে ডিএসসিসির মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিট- বঙ্গবাজার ইউনিট, গুলিস্তান ইউনিট, মহানগরী ইউনিট ও আদর্শ ইউনিট ভস্মীভূত হয়ে যায়। বঙ্গবাজারের পূর্ব পাশে মহানগর শপিং কমপ্লেক্সের বেশির ভাগ দোকান ভস্মীভূত হয় এবং বাকিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পাশের সাততলা এনেক্সকো টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়।
ঈদ সামনে রেখে সব দোকানেই তোলা হয়েছিল লাখ লাখ টাকার পণ্য। আগুনে কারও প্রাণহানি না হলেও আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় সব মিলিয়ে ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়ে ৩০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটি হিসাব দিয়েছে।


প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ | সময়: ৬:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ