বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে রাকিব হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ১০ টায় আদমদীঘি সদর ইউনিয়নের তালশন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন ওই গ্রামের বাবু ওরফে লাল বুড়ার ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব হোসেন ঢাকার একটি কোম্পানির ইলেকট্রনিক মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন। শনিবারে সকালে ঢাকা থেকে নিজ গ্রাম তালশনে আসেন। এরপর পরিবারের লোকজনের সাথে কথা বলার পর নিজ ঘরে ঘুমাতে যান। কিছুক্ষণ পর রাকিবের ঘরের জানালার পাশ দিয়ে যেতে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলতে দেখে তার পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।