সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জুম্মার নামাজ পড়তে যাবার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় ফিরোজ কবির (৩৮) নামে হাইওয়ে থানা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া একটার দিকে লালপুর-বনপাড়া সড়কের হারোয়া সরকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ কবির সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলুল হক জানান, শুক্রবার কনস্টেবল (কং নম্বর ৩৪৪) ফিরোজ কবির নামাজের উদ্দেশ্যে হারোয়া সরকার পাড়া জামে মসজিদে যাচ্ছিলেন।
পথে রাস্তা পারাপারের সময় লালপুর থেকে নাটোরগামী যাত্রীবাহী বাস রাফী পরিবহণ (ঢাকা মেট্রো ব ১১-৫৮৪০) তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে তিনি জানান।


প্রকাশিত: আগস্ট ৬, ২০২২ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ