রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, ডাঃ তবিবুর রহমান শেখ।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিএনপি-জামায়াত নিয়ন্ত্রিত ছাত্রদল। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে এই হুমকির মোকাবিলা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মা-মাটির সংগঠন। কোন ভুইফোঁড় সংগঠনের নেতাকর্মীর হুমকিতে আমরা ভয় পাই না। জনগণকে সাথে নিয়েই রাজপথেই মোকাবিলা করবো।
সভার সিদ্ধান্ত সমূহঃ

১. আগামী ০৪ জুন শনিবার বিকাল ৫টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হবে ও পথসভা অনুষ্ঠিত হবে।
২. আগামী ০৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসে সকাল ১০ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৩. আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ভাবে পালন করা হবে।
৪. আগামী ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনের সময় আনন্দ মিছিল ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হবে।
৫. আগামী ২৬ জুন জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ও বিকাল ৪টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তনে তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, মোকাদ্দেস হোসেন লাবলু, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, এ্যাড, শামসুন্নাহার মুক্তি, আতিকুর রহমান কালু, এ্যাড, শামীমা আখতারী, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, এ্যাড, রাশেদ-উন-নবী আহসান, মাসুদ আহমদ, কে এম জুয়েল জামান প্রমুখ।

সানশাইন / শামি

 


প্রকাশিত: জুন ২, ২০২২ | সময়: ১০:৫২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর