শনিবার, ১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে রোববার বিকেলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও তাঁর সহধর্মিণী মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায়া দোয়া ও মোনজাত করা হয়।
এ সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন, সিবিএ, অফিসার্স এসোসিয়েশন, অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় নগর ভবনে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। এ সময় রাকাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।