রাবির ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে

রাবি প্রতিনিধি: দেশ জুড়ে চলমান তাপদাহের প্রেক্ষিতে আজ রবিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলহান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, অনুষদ অধিকর্তা ও ইনস্টিটিউট পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে,৩০ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। তবে বিভাগসমূহ প্রয়োজনবোধে অনলাইনে ক্লাস নিতে পারবে।
২ মে তারিখের পূর্বনির্ধারিত পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে, তবে ক্লাস বন্ধ থাকবে। উল্লেখ্য যে, ১ মে সরকারি ছুটি ও ৩-৪ মে সাপ্তাহিক ছুটি এবং ৫ থেকে ৯ মে গ্রীষ্মাবকাশের ছুটি থাকবে। নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রচার চালানো হবে।


প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর