পবার খড়খড়ীতে সপ্তাহে দুইদিন হাট বসানোর দাবি ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার খড়খড়ী হাটের টোল আদায়, আদায়ের তালিকা ও দুইদিন হাটের দাবিতে আবেদন হয়েছে। বৃহস্পতিবার কৃষক, সাধারণ জনগণ ও ক্ষুদ্র ব্যবসায়ীগণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আবেদন করেন।
আবেদন থেকে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক খড়খড়ী হাট ১৪৩১ বাংলা সনের লীজ দেয়া হয়েছে। কিন্তু ইজারাদার টোলের চার্ট ও আদায়ের তালিকা না টাঙ্গিয়ে ইচ্ছা অনুযায়ী বেশী খাজনা নিচ্ছে। এমনকি এক মণ (৪০ কেজি) তে ৪০-৬০ টাকা খাজনা আদায় করা হচ্ছে। পাশাপাশি আবেদনকারিরা সপ্তাহে দুইদিন হাটবারের দাবি জানান। এছাড়াও ওই হাটটির মুল জায়গায় হাট না বসিয়ে ক্ষমতার জোরে বাইপাস রাস্তার ওপরে বসানো হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
আবেদনকারিরা হলেন, পারিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, হুমায়ন কবীর, মিনারুল ইসলাম প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক হাট ইজারাদার পক্ষের একজন বলেন, খড়খড়ী হাট অনেক আগে থেকেই বাইপাস মহাসড়কের পাশেই বসে আসছে। আর এই হাটের কাগজপত্রে প্রতিদিনের হাট-বাজার বলে উল্লেখ আছে। প্রতিদিনের হাট বলেই এই হাটের ডাক প্রায় কোটি টাকা হয়েছে। নিজ স্বার্থের জন্য এমন মনগড়া উদ্যোগ নিচ্ছেন বলে তিনি জানান।


প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪ | সময়: ৪:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ