রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল সাড়ে ১০টায় কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এছাড়াও দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, মতিহার থানা আওয়ামী লীগ, নগর শ্রমিক লীগ, নগর কৃষক লীগ। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা: তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, বাদশা শেখ, ইউনুস আলী, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।
রাবি: এদিন সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এর আগে উপাচার্যের নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা জাতির পিতার প্রতিকৃতিস্থলে যায়। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রাজশাহী কলেজ: কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ মোনাজাত। সকাল সাড়ে ৯টায় অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, মুজিবনগর দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ কলেজের কর্মচারীবৃন্দ। বক্তব্য প্রদান করেন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।
পবা: বুধবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জয়পুরহাট: জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সংগঠনের (দলীয়) পতাকা উত্তোলন শেষে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় ১মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়- আলোচনা সভা।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম সোলায়মান আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমেদ মোশাররফ নান্নু, প্রচার সম্পাদক মাসুদ রেজা,দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।
গোমস্তাপুর: দিবসটি উপলক্ষে উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মকবুল হোসেন ও আঃ মজিদ, সঙ্গীতশিল্পী সৈয়দ শামসুল ইসলাম রানু, রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির ছাত্র শামিউল হালিমসহ অন্যরা।
বাগমারা: আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানে হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীতের সঞ্চারনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, হাটগাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমূখ।


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ